Tuesday, October 4, 2016

এইচপি ব্রান্ডের নতুন চারটি মডেলের ল্যাপটপ বাজারে

এইচপি ব্রান্ডের নতুন চারটি মডেলের ল্যাপটপ বাজারে
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাজারে নিয়ে এসেছে এইচপি ব্রান্ডের ৪টি নতুন মডেলের ল্যাপটপ। একই কনফিগারেশনের এই ল্যাপটপগুলোতে রয়েছে ইন্টেল ৫ম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর, ৪ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডায়াগোনাল এলইডি ডিসপ্লে এবং সুপার মাল্টি ডিভিডি। 
 
মডেলগুলো হচ্ছে- এইচপি-১৪-এএম০০৭টিইউ, এইচপি ১৫-এওয়াই০৩১টিইউ, এইচপি ২৪০ জি৪ এবং এইচপি ২৫০ জি৪। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য যথাক্রমে ৩৩ হাজার টাকা, ৩৩ হাজার টাকা, ৩৩ হাজার ৫’শ টাকা এবং ৩৩ হাজার ৫’শ টাকা। বিস্তারিত: ০১৭৩০ ৩১৭৭২১, ০১৭৩০ ৭০১৯১০, ০১৭৫৫ ৬০৬৩২২।  
 

0 comments:

Post a Comment

Popular Posts